নরসিংদীতে অপহৃত কিশোরীকে উদ্ধার করলো পিবিআই
অপহরণের প্রায় দেড়মাস পর ১৩ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নরসিংদী।
বুধবার (৭ জুন) রাতে রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার কাজলা এলাকা হতে তাকে উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোঃ আশরাফ আলী।
উপপরিদর্শক আশরাফ আলী জানান, শারমিন আক্তার নামে ১৩ বছরের এক কিশোরী গত ২১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় নরসিংদীর পলাশ উপজেলার পাইকসা এলাকা থেকে নিখোঁজ হয়। পরে কিশোরীর বাবা সৈয়দ নাসির উদ্দিন বাদী হয়ে নিয়াজসহ অজ্ঞাতদের আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন।
মামলার তদন্তভার প্রাপ্ত হয়ে পিবিআই নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর সার্বিক দিকনির্দেশনায় ঢাকা, নড়াইলসহ বিভিন্ন স্থানে একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করে গত ৭ জুন (বুধবার) রাতে উপপরিদর্শক সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান, আশরাফ আলীসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার কাজলা এলাকা থেকে অপহৃত শারমীন আক্তারকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরে অপহৃত কিশোরীকে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে প্রেরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন