নরসিংদীতে আরও ১০ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নুরল ইসলাম। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৩ হাজার ৯৯৪ জনে।
সিভিল সার্জন মো: নুরল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) এর পরীক্ষায় ৭ জন ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, বেলাবতে ২ জন ও পলাশে ১ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায ২৫৩১ জন, শিবপুরে ৩৪৬জন, পলাশে ৪৯৮ জন, মনোহরদীতে ২২৯ জন, বেলাবোতে ১৮০ জন, রায়পুরাতে ২১১ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ২৪ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ২৫ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৩০১ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬১ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২, পলাশের ০৫, বেলাব ০৬, রায়পুরা ০৮, মনোহরদী ০৩ ও শিবপুরে ০৭ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন