নরসিংদীতে পরিত্যক্ত শৌচাগারে বিদ্যুৎস্পৃষ্ট কিশোরের লাশ
নরসিংদীর মাধবদীতে একটি পরিত্যক্ত শৌচাগারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর এলাকার ওই পরিত্যক্ত শৌচাগার থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আনুমানিক ১৩ বছরের অজ্ঞাত ওই কিশোর টোকাই প্রকৃতির কেউ হতে পারে বলে ধারনা করছে পুলিশ। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, পরিত্যক্ত ওই শৌচাগারটি স্থানীয় বকুল ভূঁইযা নামের এক ব্যক্তির। পরিত্যক্ত হলেও তাতে পানি উত্তোলনের জন্য ব্যবহৃত একটি মোটর পড়ে ছিল। বৈদ্যুতিক তারের মাধ্যমে ওই মোটরের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। শুক্রবার রাতের কোন এক সময়ে হয়তো ওই কিশোর মোটরটি চুরি করার উদ্দেশ্যে সেখানে যায়। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। এরপর থেকে সেখানেই মরে পড়ে ছিল ওই কিশোর। শনিবার সকাল ১০টার দিকে পরিত্যক্ত ওই শৌচাগারে তারে জড়িয়ে থাকা অবস্থায় পড়ে থাকতে দেখেন বাড়িটিতে বসবাস করা কয়েকজন ব্যক্তি ও স্থানীয় লোকজন।
পরে মাধবদী থানাকে এই ঘটনা জানানো হলে দুপুরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন