নরসিংদীতে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন
“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশনে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
উদ্বোধন শেষে, নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবুল কালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফায়ার সার্ভিসের দায়িত্ব, আনুষ্ঠানিকতা, কাজের রুটিন এসব বিষয়ে আলোচনা করা হয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ অব্দি অগ্নিকান্ডে নরসিংদীতে ১২ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এসব ক্ষতির পরিমাণ কিভাবে আরও কমানো যায় সেসব বিষয়ে পর্যালোচনা করা হয়। সেই সাথে ভবন নির্মানের সময় যথাযথ নিয়ম মানতে সাধারন মানুষের প্রতি আহবান জানান আলোচকরা।
এসময়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুম, নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক সাহা, নরসিংদী সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান উদ্দিন প্রমুখ। প্রসঙ্গত, নরসিংদীতে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস সপ্তাহ পালন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন