নরসিংদীর মেঘনা নদীতে সাঁতারে ৪২ কিলোমিটার পাড়ি দিলেন আলোকবালীর বকুল
মেঘনা নদীতে বিরতিহীন সাঁতার কেটে ৪২ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছেন বকুল সিদ্দিকী নামে নরসিংদীর এক পল্লী চিকিৎসক। ওই সাতার সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের আবু সিদ্দিক ওরফে সিদ্দিক ডাক্তারের ছেলে ও রায়পুরার মনিপুরা বাজারের পল্লী চিকিৎসক।
মঙ্গলবার ভোর ৫টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব ব্রিজ সংলগ্ন মেঘনা নদীতে সাঁতার শুর করে ৭ ঘন্টা পর রায়পুরার মনিপুরা ঘাটে পৌছান তিনি। এসময় নৌকায় ও মেঘনার তীরে দাড়িয়ে সাঁতার উপভোগ করেন স্থানীয় হাজারো মানুষ।
স্থানীয়রা জানান, পূর্ব ঘোষণা দিয়ে ভৈরব ব্রিজ সংলগ্ন মেঘনা নদী থেকে নরসিংদীর রায়পুরার মণিপুরা খেয়াঘাটে পৌঁছার লক্ষ্যে ভোর ৫টায় উৎসকু জনতার উপস্থিতিতে সাঁতার শুর করেন পল্লী চিকিৎসক বকুল সিদ্দিকী। ৭ ঘন্টা বিরতিহীন ৪২ কিলোমিটার সাঁতার কেটে দুপুর ১২টার দিকে মনিপুরা খেয়া ঘাটে এসে পৌঁছান তিনি। এসময় উৎসুক দর্শক ও স্থানীয়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে ২০২০ সালের ২৩ আগস্ট টানা ৪ ঘন্টা বিরতিহীন সাঁতার দিয়ে মেঘনার ১৫ কিলোমিটার উত্তাল নদীপথ পাড়ি দিয়ে ১ লাখ টাকা পুরষ্কার জিতেন বকুল সিদ্দিকী। নদীপথে সাঁতার কেটে পূর্বের সকল রেকর্ড ভেঙে গিনেজ বুকে নতুন করে রেকর্ড করতে চান তিনি। আগামীতে নরসিংদী থেকে সাঁতার কেটে ঢাকা যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান সাতার বকুল সিদ্দিকী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন