নরসিংদীতে মেরামতের সময় বিআরটিসির দোতলা বাসে আগুন
নরসিংদীতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) যাত্রীবাহী একটি দোতলা বাস মেরামত করার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৫ জুন) বিকেলে শহরের বিআরটিসি বাস ডিপোর ভেতরে এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ত্রুটি থাকায় বেশ কয়েকটি বাসের সঙ্গে ওই দোতলা বাসটিও ডিপোতে রাখা ছিল। এর মধ্যে কয়েকটি বাস যাত্রী বহন ও চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা চলছিল। শ্রমিকেরা ওয়েল্ডিং মেশিনের সাহায্যে বাসগুলো মেরামত করছিলেন।
বিআরটিসি বাস ডিপো-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আজ বিকেল সাড়ে চারটার দিকে ওয়েল্ডিং মেশিনের স্পার্কিং থেকে হঠাৎ বাসটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ করেন। অগ্নিকাে বাসটির লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় সম্ভাব্য ক্ষতির হাত থেকে বেঁচে গেছে আরও দুটি দোতলা বাস।
নরসিংদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রায়হান প্রথম আলোকে বলেন, বিকেল ৪টা ৩৯ মিনিটের দিকে তাঁরা আগুন লাগার খবর পান। দুই মিনিটের মধ্যেই তাঁদের একটি ইউনিট ওই বাস ডিপোতে গিয়ে অগ্নিনির্বাপণ শুর করে। ১৫ মিনিট পরেই অর্থাৎ ৪টা ৫৬ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন