নরসিংদীতে ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু, ৪৯ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় একজন ও শিবপুরে একজন। এছাড়া এই সময়ে নতুন করে আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৫ হাজার ৫২০ জনে। মৃত্যুর সংখ্যা দাড়াল ৬৭ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ১৫১ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২০ জন, রায়পুরায় ৮ জন, বেলাবতে ৬ জন, মনোহরদীতে ১ জন ও শিবপুরে ১৪ জন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৩২ দশমিক ৫ শতাংশ। এই সময়ে করোনা আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায ৩২৭৭ জন, শিবপুরে ৪৯৮ জন, পলাশে ৯১৪ জন, মনোহরদীতে ২৭৮ জন, বেলাবোতে ২৫৫ জন ও রায়পুরাতে ২৯৮ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৩ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৮৯৫ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৪২ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৮৫৩ জন।
জেলায় নতুন করে দুইজনসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৭ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৪ পলাশের ০৬, বেলাব ০৭, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৮ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন