নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকা যত্রতত্র অপরিচ্ছন্ন
নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা শিল্প নগরী হিসাবে সারা বাংলাদেশে বিখ্যাত। এই পৌরসভা থেকে সরকারী রাজস্বও উঠছে অনেক। কিন্তু নগরবাসীর অভিযোগ অতিরিক্ত ট্যাক্স আদায় করলেও পরিষ্কার পরিচ্ছন্ন হয় না ঘোড়াশাল পৌর এলাকা।
পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দেখা যায় যে, টাঙ্কির ঢাকনা ভেঙ্গে পড়ে আছে। নেই মেরামতের উদ্যোগ। ভোগান্তি আর দূর্ঘটনায় পড়ছেন পথচারীরা।
এসব ময়লা আবর্জনা থেকে ডেঙ্গু মশা সহ নানা রকম রোগ জীবাণু তৈরি হতে পারে। ফলে সাধারণ জনগণ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
১২ জুন (শনিবার) ৪নং ওয়ার্ডের অনেক বাসিন্দা অভিযোগ করে বলেন, ‘বিগত সময়ে এই পৌর এলাকার আনাচে কানাচে অনেক ময়লা-আবর্জনা পড়ে থাকলেও পৌর কর্তৃপক্ষ নিচ্ছে না এর কোন খোঁজ-খবর। এ বিষয়ে আমরা সাধারণ জনগণ কিছু বলতে গেলে উল্টো ভোগান্তির শিকার হই।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপরিচ্ছন্নতার ভিডিও করে ফেসবুকে ছাড়লে পৌর কর্তৃপক্ষ আমাকে ডেকে নানা রকম ভয়-ভীতি দেখানো সহ হুমকি প্রদান করেছে। এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওটি কাঁটতে আমি বাধ্য হয়েছি।’
আসাদ মিয়া নামের এক বাসিন্দা অভিযোগ করে বলেন, ‘বিগত সময়ে আমরা পৌর কর যেভাবে দিয়ে এসেছি সেটার তুলনায় বর্তমানে ৩ গুণ বেশি কর দিতে হয়। কিন্তু পৌর এলাকার কোন উন্নয়ন হচ্ছে না। যা হচ্ছে তার মধ্যেও রয়েছে বিশাল দুর্নীতি। ভয়ে কেউ মুখও খুলছে না।’
এ বিষয়ে পৌর মেয়রের মোবাইল ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায় নি। পরবর্তীতে পৌরসভায় গেলে পৌরসভার এক কর্মকর্তা বলেন, ‘এটি পৌর মেয়রের বিষয়। আমরা এ বিষয়ে মুখ খুলতে পারব না। এতে আমাদের বিপদ আছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন