নরসিংদীর পলাশে মাদক ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
নরসিংদীর পলাশে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ জুন সোমবার সকালে উপজেলার চরসিন্দুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রায় ১৫শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় তারা মাদক ও বাল্যবিবাহ এর বিরদ্ধে লাল কার্ড প্রদর্শন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্টে্রট আবু নইম মোহাম্মদ মারফ খান।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরমেয়র আল মুজাহিদ হোসেন তুষার, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন ও উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার।
সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ করেন। মতবিনিময় সভায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন