নরসিংদীর রায়পুরায় কৃষি প্রনোদনা হিসেবে ধানবীজ ও সার বিতরণ

নরসিংদীর রায়পুরায় কৃষি প্রণোদনা হিসেবে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০জুন) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬৫০জন প্রান্তিক কৃষকের মাঝে রোপা—আমন মৌসুমে কৃষি প্রনোদনা হিসেবে বিনামূলে্য ৫কেজি করে ধানবীজ এবং ২০কেজি করে ইউরিয়া সার বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ।

এসময় অন্যানে্যর মধে্য উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তাজুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি (সাবেক) মেহেদী হাসান রিপন, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মনিরজ্জামান মনিরসহ রায়পুরা উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।