নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ৩০ বোতল মদ উদ্ধার!! আটক—১
নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকা হতে ৩০ বোতল বিদেশি মদ সহ ১ মাদক কারবারিকে আটক করেছেন রায়পুরা থানা পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান।
আটককৃত ব্যক্তি হলেন, নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার পাঁচহাট গ্রামের মৃত পার মিয়ার ছেলে মোঃ হাসান (৩০)।
তিনি জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মুক্তার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রায়পুরা উপজেলার মাহমুদাবাদ ব্রীজের (ঢাকা—সিলেট) মহাসড়কে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ সহ হাসান নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এসব মাদক আশেপাশের বিভিন্ন জেলায় বিক্রি করার উদ্দেশ্য নেওয়া হচ্ছিল এবং আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয় বলে তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
লালমনিরহাটে এমপির মতবিনিময়ের স্থান নির্ধারণকে কেন্দ্র করে শিক্ষকদের দুগ্রুপে হট্টগোল (পূর্বের সংবাদ)