নরসিংদীর রায়পুরায় মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময়

নরসিংদীর রায়পুরায় মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে গৃহীত নতুন শিক্ষা কারিকুলাম ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়াম মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও). আজগর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

বিশেষ অতিথি ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোবারল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, শিক্ষাবিদ কল্পনা রাজিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামালগীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, পলাশতলী আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আলী হোসেন প্রমূখ।