নরসিংদীর রায়পুরায় রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটাপড়ে একজন নিহত

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে আরিফুল ইসলাম খোকন (৪৩) নামে প্রবাস ফেরত এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মেথিকান্দা স্টেশন এলাকায় রেললাইন ধরে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম খোকন উপজেলার পলাশতলী ইউনিয়নের মেথিকান্দা এলাকার মৃত লিয়াকত আলী মিস্ত্রির ছেলে। তিনি যুক্তরাজ্য ফেরত ও মেথিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির দেহ থেঁতলে যায়। খন্ড বিখন্ডিত চেহেরা বিকৃত হওয়ায় প্রথমে নিহতের লাশ শনাক্ত করতে পারেননি স্থানীয়রা। পরে উদ্ধার হওয়া একটি মুঠোফোনের সূত্র ধরে লাশটি আরিফুল ইসলামের বলে শনাক্ত করেন তাঁর স্বজনরা।

নিহতের ভাতিজা মনিরজ্জামান মনির জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হন খোকন। পরে রায়পুরা বাজারে ব্যাংকে কাজ শেষে বোনের বাড়ি হরিপুরে বিকেল পর্যন্ত ছিলেন। সন্ধ্যায় উপজেলা মসজিদে মাগরিবের নামাজ শেষে মেথিকান্দা স্টেশনের আপ রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকাগামী মহানগর গোধূলী এ·প্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

মেথিকান্দা রেলওয়ের সহকারি স্টেশন মাস্টার মো. আশরাফুল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই সময় দুটি ট্রেন স্টেশন অতিক্রম করছিল। এ সময় ঢাকাগামী মহানগর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই খোকন নিহত হন। পরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনর্চাজ (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।