নরসিংদী ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এ তথ্য জানান।
এর আগে রোববার সন্ধ্যায় নরসিংদী পৌর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়া মধুহানিলা এলাকার নূর আহম্মেদ এর ছেলে শফিক আহম্মেদ (৩৬), নরসিংদীর রায়পুরা থানার বাঘাইকান্দি এলাকার শায়েদ আলীর ছেলে মো: পাভেল (৩৩) ও একই থানার চরআড়ালিয়া এলাকার আশরাফ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাবিব (৪০)।
ডিবি’র ওসি খোকন চন্দ্র সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক মোস্তাক আহাম্মেদ ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনের সড়কে অভিযান পরিচালনা করেন।
এসময় তিনজনকে আটক করে তাদের দখল হতে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তারা কক্সবাজার হতে নরসিংদী শহরে বিক্রির জন্য এসব ইয়াবা নিয়ে আসছিল।
এ ঘটনায় সোমবার সদর মডেল থানায় ৩ জনের বিরদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। তাদেরকে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন