এতিমদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে
নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ইফতার ও ঈদ বস্ত্রবিতরণ
নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব অনাথ শিশুদের ঈদকে আনন্দময় করে তুলতে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করেছিল তাদের অন্যতম সেবামূলক কর্মসূচি “ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি।
বুধবার (১২ এপ্রিল) ঢাকার মিরপুরে অবস্থিত নূরানী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় অবস্থানরত সুবিধাবঞ্চিত এবং অনাথ শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরণ শেষে সেই শিশুদের হাতে নতুন ৪০০ প্যাকেট ঈদ বস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়াও সেখানে শিশুদের জন্য কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ক্লাবের মেম্বাররা সেই অনাথ বাচ্চাদের কিছু আনন্দদায়ক মুহূর্ত উপহার দেওয়ার জন্য তাদের সাথে একদিন সময় কাটিয়েছে এবং ইফতার করেছে বলে জানা যায়। পবিত্র রমযান মাসে সেই অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে ক্লাব মেম্বারদের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা গেছে।
রমযান মাসে এমন অসাধারণ উদ্যোগ গ্ৰহণের বিষয়ে ক্লাবটির প্রেসিডেন্ট কৌশিক মাহমুদ বলেন, “আমাদের দেশে অনেক অনাথ শিশু রয়েছে যাদের পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ হয় না। ঈদের আনন্দ থেকে তারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। সেই সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আমেজ বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই বিশেষ উদ্যোগ।
ইফতার সামগ্রী এবং ঈদের জন্য নতুন পোশাক পেয়ে সবার মুখে যে দৃশ্যমান অমূল্য হাসি আমরা দেখতে পেয়েছি- সেই হাসির জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা”।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন