নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ
নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফল সেমিস্টারে ছাত্রছাত্রীদের নিয়ে ভার্চুয়াল নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের নব নির্বাচিত উপ-উপচার্য প্রফেসর ডক্টর নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বস্ত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মো. আবদুল জলিল, নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর একরামুল হক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমোডর (অবসরপ্রাপ্ত) এম মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন।
এসময় কোওর্ডিনেটর ও শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।
প্রোগ্রাম সঞ্চালনা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার জগলুল হক মৃধা।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পরিচালক নুরুজ্জামান ফারাবি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন