নাইজেরিয়ায় নারী আত্মঘাতীর হামলায় নিহত ২৭
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/Nigeria-20170816091711.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নাইজেরিয়ায় তিন নারী আত্মঘাতীর হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।
ওই হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। বোর্নো প্রদেশের মাইদুগুরি শহরের একটি শরণার্থী শিবিরের কাছে তিন নারী নিজেদের বোমা মেরে উড়িয়ে দেয়। ওই এলাকাটি ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।
২০০৯ সাল থেকে ওই এলাকাটিতে ইসলামি শাসন ব্যবস্থা নিশ্চিত করতে লড়াই করে যাচ্ছে বোকা হারাম। গত সপ্তাহে মার্কিন সন্ত্রাসবিরোধী গবেষকদের একটি সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, পুরুষদের পরিবর্তে একসঙ্গে তিনজন নারী আত্মঘাতী দিয়ে হামলা চালানোর এটাই প্রথম ঘটনা।
গত বছর নাইজেরিয়া সরকার বলেছিল, বোকো হারামকে পরাজিত করা হয়েছে। কিন্তু গণমাধ্যম এবং সংবাদমাধ্যমগুলোর সংবাদদাতারা বলছেন, সেনা বাহিনী জঙ্গিদের হামলা বন্ধ করতে পারছে না। ফলে বোর্নো স্টেটের স্থানীয় লোকজন নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন