নাটোরে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য আটক
নাটোরের বড়াইগ্রামে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।
রবিবার মধ্যরাতে নাটোরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইজিবাইকের বিভিন্ন খন্ডিত অংশ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- পাবনার ঈশ্বরদীর মৃত করিম মন্ডলের ছেলে জহুরুল মন্ডল (৪০),নাটোরের লালপুরের সাদিপুর সরদারপাড়া গ্রামের মৃত জায়েম উদ্দিনের ছেলে বাদশা সরদার (৪৫), ঈশ্বরপাড়ার গোলজার হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (২৬), তেবাড়িয়া পালপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে সাব্বির হোসেন (২৭) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার ছোট সেনবাগ গ্রামের মৃত তোরাব আলীর ছেলে রতন হোসেন (২৮)।
পুলিশ জানায় গত ২৬ জানুয়ারি উপজেলার বনপাড়া বাইপাস থেকে ইয়াকুব আলীর একটি ইজিবাইক চুরি হয়। তার অভিযোগের প্রেক্ষিতে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযানে নামে।
গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের তেবাড়িয়া, লালপুর ও গোপালপুর থেকে ইজিবাইকের খন্ডিত অংশসহ আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। তারা জেলার বিভিন্ন জায়গা থেকে অটোভ্যান, ইজিবাইক চুরি করতো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন