‘নারীদের ভোট দেয়া হারাম’
ভোটের প্রচারে গিয়ে বিতর্ক উসকে দিয়েছেন এক প্রার্থী। তিনি বলেছেন, নারী প্রার্থীদের ভোট দেয়া ইসলাম ধর্মে ‘হারাম’। বিতর্কিত এ মন্তব্য করেছেন নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের প্রার্থী সাবেক মন্ত্রী হারুন সুলতান বুখারী। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুর।
আগামী ২৫ জুলাই পাকিস্তানে ভোট। তার আগে এমন বিতর্কিত মন্তব্য করে বসলেন হারুন সুলতান। একসময় পাঞ্জাব প্রদেশের সরকারে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টারের পদে থাকা হারুন সুলতান বলেন, নারীদের ভোট দেয়া ‘হারাম’, নারীদের ভোট দেয়া উচিত নয়।
এনএ-১৮৪ কেন্দ্রে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী জেহরা বসিত সুলতান বুখারির বিরুদ্ধে ভোটে লড়ছেন হারুন সুলতান। জেহরা বসিত আবার তার ঘনিষ্ঠ আত্মীয়াও। তার বিরুদ্ধে প্রচার করতে গিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি।
মুজফফরনগরে এক র্যালিতে যোগ দিয়েছিলেন হারুন সুলতান। এ সময় তিনি বলেন, ‘নারীদের ভোট দেয়ার আগে ধর্মের কথা মাথায় রাখুন। ‘আমরা আল্লাহর নির্দেশেই কাজ করি। আমরা তারই দূত।’
পাকিস্তানের এই কেন্দ্রের পিপিপি প্রার্থী হিসেবে রয়েছেন নওয়াজ ইফতিকার খান। পাকিস্তান মুসলিম লীগের শীর্ষনেতা নওয়াজ শরিফ। পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িয়ে ইতিমধ্যেই দেশছাড়া তিনি। যদিও ভোটের আগেই আদালতে হাজিরা দিতে পাকিস্তানে আসতে হবে তাকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন