শ্রীলঙ্কার লক্ষ্য ৩২১
নাসিরের আঘাতে শুরুতেই বিপজ্জনক পেরেরা নেই
ব্যাটিংয়ে সাতে সুযোগ পাওয়ার কথা ছিল, পাননি। খোদ অধিনায়ক নেমেছিলেন। পরে আটে নেমে গোল্ডেন ডাক নাসির হোসেনের। মাশরাফি বিন মুর্তজা অবশ্য অফ স্পিনার হিসেবে নাসির হোসেনকেই ভেবে রেখেছিলেন আগে। সেটি নতুন বলের ভাবনায়। বাংলাদেশের বোলিং ইনিংসের ওপেন হল নাসিরের হাতেই। পরের ওভারটি মাশরাফির। মেডেন। ২ ওভারে মাত্র দুই রান ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে। সামনে আরো কিছু আছে সেটা প্রমাণ করতেই অধিনায়কের আস্থার প্রতিদান নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই দিয়ে দিলেন নাসির। ইনফর্ম কুশল পেরেরাকে (১) বোল্ড করে দিয়ে উল্লাসে মেতেছেন। দলের ২ রানেই প্রথম উইকেট নেই শ্রীলঙ্কার।
এই রিপোর্ট লেখার সময় শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ১৭ রান। ওপেনার উপুল থারাঙ্গার (১০) সাথে আছেন কুশল মেন্ডিস। তার আগে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ৩২০ রানের বড় সংগ্রহ গড়েছে। আর শুরুতেই এমন আঘাতে মিরপুরের গ্যালারি ঠাসা দর্শক এবং সারা বিশ্বের বাংলাদেশিরা নিশ্চয়ই চন্ডিকা হাথুরুসিংহের দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম দেখায় ম্যাচ শেষের উৎসবের ভাবনাটাও ভেবে রেখেছেন।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৩২০/৭ (৫০ ওভার) (তামিম ৮৪, বিজয় ৩৫, সাকিব ৬৭, মুশফিক ৬২, মাহমুদউল্লাহ ২৪, সাব্বির ২৪*, মাশরাফি ৬, নাসির ০, সাইফ ৬*; লাকমল ০/৬০, প্রদিপ ২/৬৬, ধনঞ্জয়া ১/৪০, থিসারা ৩/৬০, গুনারত্নে ১/৩৮, হাসারাঙ্গা ০/৫১)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন