নিজের মৃত্যু হলেও আট জনকে বাঁচিয়ে রেখেছে জেমিমা
জেমিমা লেয়জেল নামে ১৩ বছর বয়সের এক কিশোরী মারা যায় মস্তিষ্কের রোগে। তবে সে যা করে গেছে তা অন্য যে কোনো মানুষের জন্যই অনুকরণীয়। তার দেহের নানা অঙ্গ ব্যবহৃত হচ্ছে মোট আট জনের দেহে।
জেমিমা নিজে বেঁচে না থাকলেও তার অঙ্গগুলো বেঁচে আছে। অন্য মানুষকে চলার শক্তি দিচ্ছে এগুলো। আর তার সে অঙ্গগুলোর মাঝেই যেন সে বেঁচে আছে পৃথিবীতে।
যুক্তরাজ্যের সমারসেটের কিশোরী জেমিমা মারা যায় ২০১২ সালে। তবে মৃত্যুর আগেই সে তার হৃৎপিণ্ড, অগ্ন্যাশয়, ফুসফুসের, কিডনি, ক্ষুদ্রান্ত্র এবং যকৃত দান করে যায়। তার এ অঙ্গগুলো যারা নিয়েছে, তাদের মধ্যে পাঁচজন শিশু।
জেমিমা তার মায়ের ৩৮তম জন্মদিনের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তার চার দিন পর মারা যায় ব্রিস্টল রয়াল হসপিটাল ফর চিলড্রেনে।
মৃত্যুর পর তার দেহ থেকে এ অঙ্গগুলো প্রতিস্থাপন করা হয় ভিন্ন ভিন্ন মানুষের দেহে।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথকেয়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে কোনো ব্যক্তিই আট জনকে অঙ্গদান করেনি। তাই এটি তাদের জন্য একটি রেকর্ড। আর সে রেকর্ডটি করে ১৩ বছরের জেমিমা যেন অন্যদের মাঝেই বেঁচে রয়েছে।
সূত্র : বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন