নিজে শপথ নিলেন, বাকিদেরও আহ্বান জানালেন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিতদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুলতান মনসুর।
বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকের কাছে এমন আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমি ছাড়া ঐক্যফ্রন্টের আরো যারা নির্বাচিত হয়েছেন, তারা সংসদে এসে জনগণের পক্ষে কথা বলবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ঐক্যফ্রন্ট নেবে। আমি এ কথা বলতে পারি যে, আমি যা করেছি, তা আমাদের দলের শীর্ষ নেতার নলেজে করেছি।
তিনি বলেন, আমি এর আগেও সংসদ সদস্য ছিলাম। সংবিধানের ৭০ অনুচ্ছেদ জেনে বুঝেই এ সিদ্ধান্ত নিয়েছি।
ঐক্যফ্রন্টের গণশুনানির বিষয়ে তিনি বলেন, আমরা আটজন জয়ী হয়েছি। বাকি ২৯২ আসনে তারা একটি মিছিলও বের করতে পারেনি। তারা জনগণকে সম্পৃক্ত করতে পারলে হয়তো আরো অনেকেই জয়ী হতে পারত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন