নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/মো.-সাহাবুদ্দিন-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি রাষ্ট্রপতির দ্বিতীয়বার পাবনা সফর।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক স্বাক্ষরিত চিঠিতে জানা গেছে, রাষ্ট্রপতি ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে পাবনা শহিদ আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছবেন এবং পাবনা সার্কিট হাউসে রাতযাপন করবেন।
২৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় সড়কপথে পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে পুনরায় পাবনা সার্কিট হাউসে আসবেন।
সার্কিট হাউসে রাতযাপন শেষে ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় তিনি হেলিকপ্টারে বঙ্গভবনের উদ্দেশে পাবনা ত্যাগ করবেন।
এর আগে ১৫ মে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৬ মে রাষ্ট্রপতিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে স্মরণকালের বিশাল নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন