নিজ ধর্মের মূলবাণী ধারণ করার আহ্বান তথ্যমন্ত্রীর
প্রত্যেককে নিজ নিজ ধর্মের মূলবাণী ধারণ ও তা প্রচার করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার (২৬ মে) সকালে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতীকী শোভাযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
সরকার দেশে সব জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা দেশে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ায় তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
বৌদ্ধ ধর্মালম্বীদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলেক্ষ সকালে জাদুঘরের সামনে একটি সংক্ষিপ্ত শান্তি সমাবেশ ও প্রতীকী শোভাযাত্রা বের করা হয়।
এদিনটিতে বুদ্ধরা পূজা ও আচার অনুষ্ঠানের পাশাপাশি বিবিধ সামাজিক ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এ বছর করোনা ও বৈরি আবহাওয়ার কারণে সীমিত আকারে পালিত হচ্ছে শুভ বৌদ্ধ পূর্ণিমা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন