নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধিতে জনগন অতিষ্ট : খন্দকার লুৎফর রহমান
২০ দলীয় জোটের শীর্ষ নেতা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধিতে জনগন অতিষ্ট। অর্থমন্ত্রী বলেছেন জনগণের মাথাপিছু আয় ২৫৯১ ডলার অথচ চাঁদপুরের মতলব থানার দিনমজুর দম্পতি আলম ও তামান্না কে নবজাতক সন্তান বিক্রি করে চিকিৎসার ব্যয়ভার বহন করতে হয়। এটাই মাথাপিছু আয়ের রূঢ় বাস্তবতা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দলীয় কার্যালয়ে “ভোজ্যতেল, গ্যাস, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এক বছরে চালের দাম বৃদ্ধি পায় ৫/৭ বার, ভোজ্যতেলের দাম বৃদ্ধি পায় ৭/৮ বার, গ্যাসের মূল্য বৃদ্ধি পায়, জ্বালানী তেলের মূল্য বিৃদ্ধ পায় অর্থাৎ চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি পায় একাধিক বার। এভাবে মূল্য বৃদ্ধির ধারাবাহিকতা থাকলে মানুষের নৈতিক অবক্ষয় হতে পারে যা দেশের জন্য ভয়াবহ হতে পারে।
জাগপা সভাপতি বলেন, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার আর দ্রব্য মূল্যের আগুনে পুরছে সাধারণ জনগণ।
সভায় আরো বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য শেখ জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, যুব জাগপা সভাপতি মীর আমীর হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, যুব নেতা তাজুল ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন