নিপুণের পরাজয়ের কারণ জানালেন ইলিয়াস কাঞ্চন
সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মানতে না পেরে ভোট পুনর্গণনার আপিল করেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তাকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ড বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন নিপুণ।কিন্তু আপিল করেও জয় পেলেন না নিপুণ। জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগও জয়ী ঘোষণা করেছে।
এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সদ্য নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, ভোটে কারচুপির আশঙ্কাই সত্যি হয়েছে। ২৬টা ভোট বাতিল হয়েছে যার মধ্যে ১৬টা ভোটই নিপুণের। এই ভোটগুলো কেন বাতিল হলো তা আমাদের জানানো হয়নি। নিপুণ জায়েদের সঙ্গে হেরেছে মাত্র ১৩ ভোটে। ঐ ১৬টা ভোট বাতিল না হলে নিপুণই হতেন সাধারণ সম্পাদক।’
শনিবার (২৯ জানুয়ারি) নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমার কাছে নির্বাচন পাতানো খেলা মনে হয়েছে। চলচ্চিত্রের ১৮ সংগঠনের ১৭ সংগঠনই এফডিসি ঢুকতে পারেনি। গুণী পরিচালকরাও এফডিসির গেটে এসে অপেক্ষা করেছেন ঘণ্টার পর ঘণ্টা। তাতেও একটা পক্ষের মন গলেনি। আমি এই সব নোংরামি পছন্দ করি না কখনো।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন