নির্বাচনী প্রচারণাকালে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা রক্তাক্ত
সাভারের আশুলিয়ায় ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. এনামুর রহমানের নির্বাচনী প্রচারণা চলার সময় প্রতিপক্ষের হামলায় মোশারফ হোসেন মুসা নামে এক যুবলীগ নেতা রক্তাক্ত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
আহত মোশারফ হোসেন মুসা ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। একই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নুরুল আমিন ও যুগ্ম-আহ্বায়ক সোহেল মোল্লাহ এ হামলা চালিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন।
হামলাকারীরা আশুলিয়া থানা যুবলীগের সভাপতি কবির হোসেন সরকারের অনুসারী। আর হামলার শিকার মুসা কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনের অনুসারী বলে জানা গেছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ইয়ারপুর ইউনিয়নে শুক্রবার সারাদিন নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. এনামুর রহমান। দুপুরের দিকে নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমানের বাড়িতে মধ্যহ্নভোজে অংশ নেন তিনি। এই সুযোগে মুসার ওপড় লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় তার প্রতিপক্ষ। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ডা. এনামুর রহমান হামলাকারীদের দল থেকে বহিষ্কারের দাবি করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন