‘নির্বাচনে নাশকতার পাঁয়তারা করছে বিএনপি-জামায়াত’
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নাশকতা করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
সোমবার (১০ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান মনোনয়ন বাণিজ্য করেছেন অভিযোগ করে ইসিকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান নানক।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির মনোনয়ন প্রক্রিয়া সমপূর্ণ নিয়ম বহির্ভূত অগণতান্ত্রিক পন্থায় পরিচালিত হয়েছে। এবং ব্যাপক মনোনয়ন বাণিজ্য হয়েছে। তাদের নেতাকর্মীদের অভিযোগ অনুযায়ী, পলাতক তারেক রহমান এই মনোনয়ন বাণিজ্য করেছেন। তাহলে দেশবাসীর প্রশ্ন বিএনপির মনোনয়ন বাজেটে কত টাকা দেশ থেকে পাচার হয়েছে? আর এ বিশাল অংকের টাকা আগামী নির্বাচনে ব্যবহৃত হলে তারা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বাধা দিতে পারে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন