নির্বাচনে মানুষ মরে, এটা নতুন কিছু নয় : এরশাদ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/12/ershad-20181227190950-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নির্বাচনে সহিংসতা আমাদের রীতি বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলনে একক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এবার নির্বাচনে সহিংসতা হচ্ছে, এ বিষয়ে আপনার অভিমত কী- জানতে চাইলে এরশাদ বলেন, এটাতো আমাদের রীতি, প্রতিবারই নির্বাচনে সহিংসতা হয়। এটা নতুন কিছু নয় তো। প্রত্যেক নির্বাচনে সহিংসতা হয়। মারামারি হয়, মানুষ মরে, এটা নতুন কিছু নয়।
সিঙ্গাপুর থেকে আপনি চিকিৎসা নিয়ে আসলেন, এখন শারীরিকভাবে কেমন আছেন, জানতে চাইলে তিনি বলেন সার্বিকভাবে এখন আমি কিছুটা সুস্থ আছি। তোমরা দেখতে পাচ্ছ আমি সুস্থ আছি।
দেশবাসীর উদ্দেশে আপনার বক্তব্য কী- জবাবে এরশাদ বলেন, আপনারা যে দলকে ভালোবাসবেন সে দলকে ভোট দেবেন। তবে আমার মনে হয়, বিএনপির অতীত রেকর্ড ভালো নয়। তাই আপনারা মহাজোটকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনবেন, এটা আমার দেশবাসীর কাছে চাওয়া।
সিঙ্গাপুরে ‘উন্নত চিকিৎসা’ শেষে ১৬ দিন পর গতকাল বুধবার রাত ৯টায় তিনি দেশে ফিরেন। গতরাতে হযরত শাহজালাল বিমানবন্দরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। দেশে ফিরে আজই প্রথম কথা বললেন তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন