নির্বাচন বানচাল চেষ্টার পরিণতি ভালো হবে না: প্রধানমন্ত্রী
বিএনপি ও তাদের সমমনা জোটের পক্ষ থেকে সহিংস কর্মসূচির মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের যে ঘোষণা দেয়া হয়েছে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন বানচালের চেষ্টা যদি কেউ করে, আর অগ্নিসন্ত্রাস যদি অব্যাহত রাখে তাহলে এর পরিণতি ভালো হবে না।’
‘আর যারা এটা করবে, আমাদের দেশের মানুষই তাদের শাস্তি দিবে। আজকের দিনে আমার এটাই আহ্বান, আমাদের অনেক কষ্টে অর্জিত গণতান্ত্রিক ধারাটা যেন কেউ ব্যাহত করতে না পারে।’
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
কিন্তু তফসিল প্রত্যাখ্যান করে সরকার পতনের এক দফা দাবিতে সহিংস রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি ও তাদের আন্দোলনসঙ্গীরা।
হরতাল ও অবরোধ কর্মসূচির মধ্যে প্রায় প্রতিদিনই যানবাহন ও অন্যান্য স্থাপনায় অগ্নিসংযোগ করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছি। আমরা চাই, জনগণের এই ভোটের অধিকার অব্যাহত থাকবে এবং ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে।
‘কিন্তু জনগণের (ভোটের) অধিকার কেড়ে নেবার জন্য যারা অগ্নিসন্ত্রাস করবে, জনগণই তাদের প্রতিরোধ করবে, আমি সেই আহ্বান জানাই।’
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। ইমেজ: পিআইডি।
আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এ ধরনের ধ্বংসাত্মক কাজ করছে, তাদের প্রতিরোধ করতে হবে দেশবাসীকেই।
‘আমরা চাই, জনগণের এই ভোটের অধিকারটা অব্যাহত থাকবে এবং ভোটের মধ্য দিয়েই সরকার পরিবর্তন হবে।’
ভোটের তফসিল ঘোষণার পর যে সমস্ত দল নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ধন্যবাদ ও সাধুবাদ জানান আওয়ামী লীগ সভাপতি।
আর যারা নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছে তাদের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘যাদের জনগণের ওপর আস্থা নাই, বিশ্বাস নাই বা দল হিসেবে সংগঠিত না, তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, এর আগে ২০১৩ ও ২০১৪ সালে আমরা দেখেছি, নির্বাচন ঠেকানোর নামে অগ্নি সন্ত্রাসের কর্মকাণ্ড। এটা কোন ধরনের রাজনীতি যে, এই ধ্বংসাত্মক কাজ করে জাতীয় ও ব্যক্তিগত সম্পদ নষ্ট করা।
এই ধ্বংসাত্মক কাজ করে নির্বাচন বানচাল অর্থাৎ গণতান্ত্রিক ধরাটাকে যারা ব্যাহত করতে চায় তাদেরকে প্রতিরোধের আহ্বান জানান সরকারপ্রধান।
তিনি বলেন, ‘তাদের ব্যাপারে আমার দেশের মানুষের কাছে আহ্বান থাকবে, যারা এই ধরনের ধ্বংসাত্মক কাজ করছে, জাতীয় সম্পদ নষ্ট করছে, আগুন দিয়ে পোড়োচ্ছে আর সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা মারছে অথবা আগুন দিয়ে পোড়াচ্ছে- তাদেরকে প্রতিরোধ করতে হবে দেশবাসীকে।’
আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন শেখ হাসিনাআওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন শেখ হাসিনা এদিন প্রার্থী হতে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন শেখ হাসিনা।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীর কার্যালয় থেকে শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন