নিষেধাজ্ঞা কাটিয়ে পর্যটকদের পদচারণায় মুখর রাঙামাটি

প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙ্গামাটি। শুক্রবার (১ নভেম্বর) থেকে তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এরপর থেকেই আসতে শুরু করেছেন পর্যটকরা।

সকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখা যায়, পর্যটকদের আগমণ শুরু হয়েছে। কেউ পরিবার আবার কেউবা বন্ধু-বান্ধবদের নিয়ে ঘুরতে এসেছেন।

ঢাকা থেকে ঘুরতে আসা জাহিদুল আলম বলেন, রাঙামাটির প্রকৃতি অনেক সুন্দর। হ্রদের স্বচ্ছ পানি, পাহাড়, পর্বত সবমিলিয়ে খুব সুন্দর লাগছে প্রকৃতিটা। মনে হচ্ছে, ঘুরতে এসে ভুল করিনি।

চট্টগ্রাম থেকে এসেছেন রুবেল হোসেন। তিনি বলেন, ‘বাইক নিয়ে চট্টগ্রাম ঘুরতে বের হয়েছি। এর ফাঁকে জানতে পারি আজ থেকে নাকি রাঙ্গামাটিতে পর্যটক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাই এখানেও ঘুরে গেলাম।’

নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

রাঙামাটি আবাসিক হোটেল মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল উদ্দীন বলেন, রূপের রাণী রাঙামাটি এমনিতেই পর্যটকবান্ধব একটি শহর। সাম্প্রতিককালের বেশকিছু ঘটনায় রাঙামাটিতে পর্যটক ভ্রমণে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাতে আমরা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি। নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা খুশি।

রাঙামাটি হাউজ বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাপ্পী তঞ্চঙ্গ্যা বলেন, পর্যটকরা আসতে শুরু করেছে। যদিও সংকট কাটিয়ে উঠতে আমাদের অনেক সময় লেগে যাবে। তারপরও নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা খুশি। রাঙামাটি এখন পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ। আমি সবাইকে রাঙামাটি ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছি।

পর্যটক নৌ ঘাটের ব্যবস্থাপক ফখরুল ইসলাম বলেন, প্রথমদিন সকাল থেকেই আশানুরূপ পর্যটক আসতে শুরু করেছে। আশা করছি ধীরে ধীরে পর্যটক বাড়বে। এতে করে আমাদের লোকসানও পুষিয়ে নিতে পারবো।

পর্যটকরা যাতে কোনও ধরনের হয়রানি কিংবা নিরাপত্তা সঙ্কটে না পড়ে সেই বিষয়ে সতর্ক ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, রাঙামাটি কেন্দ্রিক যতজন স্টেকহোল্ডার রয়েছেন তাদের সাথে আমরা ইতিমধ্যেই কথা বলেছি। পর্যটকরা ভ্রমণ করলে সেটা দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা যাতে কোনো হয়রানির শিকার না হয় এবং তারা যাতে সর্বোচ্চ সেবাটুকু পায়, আমরা সেই ব্যাপারে সচেষ্ট আছি।

’পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলােক বিকাশ চাকমা বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিন হিসেবে আজ বেশ ভালােই পর্যটক এসেছেন। আশা করি, সামনের পর্যটন মৌসুমে ভালো পর্যটক আসবে।’