নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বিএনপির
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/20220512_121724.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।
সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন। প্রেস ক্লাব এলাকায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এতে যোগ দেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
দক্ষিণের গেলো সিটি নির্বাচনের মেয়র প্রার্থী ইশরাক হোসেনসহ দলের কেন্দ্রীয় কমিটি ও অঙ্গসংগঠনের নেতারা সমাবেশস্থলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন