নেত্রকোণায় কলেজ শিক্ষক দিলীপ কুমার হত্যায় জড়িত সন্দেহে যুবক গ্রেপ্তার

নেত্রকোণা শহরের বড়বাজার এলাকায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক দিলীপ কুমার রায় হত্যা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রুক্কু চৌহান (২৪) নেত্রকোণা পৌরশহরের গরুহাট্টা এলাকার মৃত চান্দী চৌহানের ছেলে। তার বিরুদ্ধে নেত্রকোণা সদর ও গাজীপুরের টঙ্গী থানায় মাদক, চুরি, ছিনতাইসহ চারটি মামলা রয়েছে।

তাকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে নেত্রকোণা বিচারিক আদালতে সোপর্দ করলে বিচারক মোঃ মঞ্জুরুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান, নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

এরআগে গত সোমবার সন্ধ্যার দিকে নেত্রকোণা শহরে অভিযান চালিয়ে নাগড়া এলাকা থেকে রুক্কু চৌহানকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি জানান, গত ৯ জানুয়ারি সন্ধ্যা ৭ টা থেকে পরদিন সকাল ১০ টার মধ্যে যে কোন সময়ে দুর্বৃত্তরা তাকে তার নিজ ঘরে হত্যার পর ফেরে নেখে যায়। খবর পেয়ে ১০ জানুয়ারি বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ লাশ উদ্থার করে।

এই ঘটনায় নিহতের স্ত্রী নিভা রায় গত ১২ জানুয়ারি থানায় অজ্ঞাত পরিচয়ের আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওসি বলেন,” সিসিটিভি ক্যামেরা ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় রুক্কু চৌহানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুক্কুকে সাত দিনের রিমান্ড আবেদনসহ এই হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়।