নেত্রকোণায় জেলা প্রশাসনের উগ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

মহন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হযেছে। নেত্রকোণা জেলা প্রশাসন এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

১৬ই ডিসেম্বর সকাল ১১টায় নেত্রকোনা জেলা পাবলিক হল রুমে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব, ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপি সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।

জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর নেত্রকোনা জেলা শাখার আমির সাদেক আহমেদ হারিছ, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, জাতীয় নাগরিক কমিটির ফাহিম রহমান খান প্রমুখ।