নেত্রকোণায় বাংলাদেশ গ্রন্থাগার ফাউন্ডেশন কতৃক অনুমোদিত গ্রন্থাগারের কার্যনির্বাহী কমিটি গঠন
“গ্রন্থাগারে বই পড়ি,আলোকিত মানুষ গড়ি”- এ লক্ষ্যে বাংলাদেশ গ্রন্থাগার ফাউন্ডেশন কর্তৃক অনুমোদন পেয়েছে ৩৫ সদস্যবিশিষ্ট (২০২৫-২৬) নেত্রকোণা জেলা কার্যনির্বাহী কমিটি। সাখাওয়াত হোসেন সভাপতি ও আজিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ গ্রন্থাগার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মো: এমাযুস সরদার রাহাত এবং শাহিনূর আক্তারের (নির্বাহী পরিচালক) যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন পায়।
৩৫ সদস্যবিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটিতে (২০২৫-২৬) যারা স্হান পেয়েছেন ;যথাক্রমে সাখাওয়াত হোসেন মাস্টার, সভাপতি, আয়েশা সুলেয়মান পল্লী পাঠাগার, বারহাট্টা, নেত্রকোণা, সিনিয়র সহ- সভাপতি, মাহমুদুল হাসান শামীম তালুকদার, প্রতিষ্ঠাতা, আরফান তালুকদার স্মৃতি পাঠাগার, নেত্রকোণা সদর, সহ- সভাপতি, রতন কুমার দাস, প্রতিষ্ঠাতা, বনমালী পাঠাগার, দিগজান, নেত্রকোণা সদর, সহ- সভাপতি, কামাল হোসেন, প্রতিষ্ঠাতা,আ: লতিফ স্মৃতি পাঠাগার, মদন, নেত্রকোণা।
সাধারণ সম্পাদক আজিজুর রহমান, নির্বাহী পরিচালক, এমপি হাবিবা খান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা একাডেমি লাইব্রেরি, নেত্রকোণা,সহ- সাধারণ সম্পাদক, রেজোয়ান মাসুদ,প্রতিষ্ঠাতা,আবুল হাসিম মাস্টার স্মৃতি পাঠাগার, পূর্ব ধলা, নেত্রকোণা,সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা,রাজ পাড়া যুব পাঠাগার, পূর্ব ধলা, নেত্রকোণা, কোষাধ্যক্ষ, রেবেকা সুলতানা, লাইব্রেরিয়ান, কর্ণেল আবু তাহের পাঠাগার,পূর্ব ধলা, নেত্রকোণা, দপ্তর সম্পাদক শাহরিয়া জামিল।
প্রতিষ্ঠাতা,আব্দুল মোতালেব স্মৃতি পাঠাগার, ইসলামপুর, নেত্রকোণা সদর, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাকী আক্তার, পরিচালক, মনসুর নাহার গ্রন্থাগার, পূর্ব ধলা, নেত্রকোণা, পাঠাগার সম্পাদক খাদিজাতুল কুবরা,পরিচালক, আমানউল্লাহ ক্লিনিক এন্ড পাঠাগার, পূর্ব ধলা,নেত্রকোণা, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, নাজিম উদ্দীন, প্রতিষ্ঠাতা,হবিবপুর জনকল্যাণ পাঠাগার, পূর্ব ধলা,নেত্রকোণা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিমুল বাশার,সভাপতি, আ: মজিদ স্মৃতি পাঠাগার, কলমাকান্দা, নেত্রকোণা।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আজজামা আসকা হৃদি,পরিচালক, ফজলুর রহমান খান এমপি জনকল্যাণ পাঠাগার, নেত্রকোণা, পরিবেশ বিষয়ক সম্পাদক, রোকেয়া আক্তার, প্রতিষ্ঠাতা, ডা.নুরুল ইসলাম ভূঁইয়া জনকল্যাণ পাঠাগার, বারহাট্টা, নেত্রকোণা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হামিদুর রহমান, পরিচালক, শুনই প্রগতি পাঠাগার, আটপাড়া, নেত্রকোণা, নির্বাহী সদস্য যথাক্রমে নিপা কর্মকার, প্রতিষ্ঠাতা, স্বপ্ন পাঠাগার, কেন্দুয়া,নেত্রকোণা, সাজ্জাদ হোসেন খান, প্রতিষ্ঠাতা।
মোমেন আলী আজম গ্রন্থাগার, কেন্দুয়া,নেত্রকোণা,আ: হাই,প্রতিষ্ঠাতা পরিচালক, শহর আলী স্মৃতি পাঠাগার, পূর্ব ধলা, নেত্রকোণা,শিল্পী বেগম, বুবাস্টার, গ্রামীণ সমাজ কল্যাণ সংস্থা লাইব্রেরি, পূর্ব ধলা, নেত্রকোণা,মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি, মোস্তাফিজুর রহমান জনকল্যাণ পাঠাগার, পূর্ব ধলা, নেত্রকোণা, তাহমিনা আক্তার, প্রতিষ্ঠাতা, বুবলী জনকল্যাণ পাঠাগার, পূর্ব ধলা, নেত্রকোণা, খাইরুল বাশার সেলিম, পরিচালক।
রহিমা রাশিদ জনকল্যাণ ফাউন্ডেশন এন্ড পাঠাগার, সাত পাই, নেত্রকোণা সদর, বুলবুল আহমেদ, পরিচালক, হাজী আজিম উদ্দিন জনকল্যাণ পাঠাগার, পূর্ব ধলা, নেত্রকোণা, মোশাররফ হোসেন জসিম পাঠান,পরিচালক, জসিম পাঠান জনকল্যাণ পাঠাগার, নেত্রকোণা, রফিকুল ইসলাম, পরিচালক, হাজী সুরুজ আলী জনকল্যাণ পাঠাগার, কেন্দুয়া, ফখর উদ্দিন, পরিচালক, ফখর উদ্দিন জনকল্যাণ পাঠাগার, নিশ্চিন্তপুর, নেত্রকোণা,কাওসার,পরিচালক,কাওসার জনকল্যাণ পাঠাগার।
পূর্ব ধলা,নেত্রকোণা,খাজে আলী খান,পরিচালক, খাজে আলী জনকল্যাণ পাঠাগার, পূর্ব ধলা, নেত্রকোণা,রেশমা বেগম, পরিচালক, রেশমা বেগম মহিলা পাঠাগার, পূর্ব ধলা, নেত্রকোণা, শারমিন আক্তার পলি, পরিচালক, শারমিন আক্তার জনকল্যাণ পাঠাগার, দুর্গাপুর, নেত্রকোণা, শিপা আক্তার, পরিচালক, শহিদ মিয়া জনকল্যাণ পাঠাগার, পূর্ব ধলা,নেত্রকোণা,হোসনা আক্তার, পরিচালক, নোভা জনকল্যাণ পাঠাগার, পূর্ব ধলা, নেত্রকোণা, আব্দুল মোমেন,পরিচালক, ওয়াজেদ আলী কালা মিয়া স্মৃতি পাঠাগার, পূর্ব ধলা, নেত্রকোণা।
উল্লেখ্য, বাংলাদেশ গ্রন্থাগার ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ১২,পুরানা পল্টন,থানা: পল্টন,ঢাকা-১০০০।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন