নেত্রকোণায় মগড়া নদীর দূষণ নিয়ন্ত্রণে অভিনব উদ্যোগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/09/789-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণার মগড়া নদী দূষণে অভিনব উদ্যোগ গ্রহন করেছে নেত্রকোণা পরিবেশ অধিদপ্তর। নেত্রকোণার মগড়া নদীতে গৃহস্থালির বর্জ্য না ফেলতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী গ্রহন করা হয়।
(১ সেপ্টেম্বর) বিকালে আনন্দ বাজার ও থানা ঘাটসহ অন্যান্য এলাকায় নদী সংলগ্ন বসতবাড়ির বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণার একটি টিম এ কার্যক্রম পরিচালনা করে। সচেতনতামূলক অভিযানের পর অধিদপ্তরে সহকারী পরিচালক মো. আবু সাঈদ জানান মগড়া নদীর দূষণ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান নেত্রকোণার পৌর বাসিন্দাগণ তাদের গৃহস্থালি বর্জ্য মগড়া নদীতে না ফেলে পৌরসভার নির্ধারিত জায়গায় বা ডাস্টবিনে রাখার জন্যও সচেতন করা হচ্ছে। মগড়া নদীর দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন