নেত্রকোণায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে নেত্রকোণা জেলা যুবদলের আহবানে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নেত্রকোণা জেলা শহরে জমায়েত হতে থাকেন। এরপর জেলা যুবদলের নেতৃবৃন্দের নেতৃত্বে শোভাযাত্রা বের করেন শুভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকতসহ বিভিন্ন উপজেলা, পৌর ও ওয়ার্ড যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, “যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় অগ্রভাগে ছিল এবং থাকবে। দেশ ও মানুষের অধিকার আদায়ে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে হবে।”