নেত্রকোণায় সর্ব্বধর্ম মিশন মা মনোরমা আশ্রম এর ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্ব্বধর্ম মিশন অন্তর্গত শ্রীশ্রী মা মনোরমা আশ্রম এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালিত হয়েছে। আশ্রম এর উৎসব কমিটি প্রতি বছরই এই উৎসবের আয়োজন করে থাকে।

২১ জানুয়ারি (মঙ্গলবার) সারাদিন ব্যাপী শহরের নাগড়া এলাকায় শ্রীশ্রী মা মনোরমা আশ্রমে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আশ্রমের নতুন পরিচালনা কমিটি গঠন, ধর্ম আলোচনা, আরতি, নামজপ, মহাপ্রসাদ বিতরণ ও মলয়া সঙ্গীত পরিবেশন।

এসময় উপস্থিত ছিলেন সর্ব্বধর্ম মিশন প্রধান কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া ভোলাচং এর সভাপতি শ্রী প্রভাত চন্দ্র পাল, শ্রীশ্রী মা মনোরমা আশ্রম নেত্রকোণা এর সেক্রেটারি শ্রী কৃষ্ণ নারায়ন পাল,
মোহনগঞ্জ শ্রী শ্রী মা জয়দূর্গা আশ্রম এর সেক্রেটারি বিমল চন্দ্র পাল প্রমুখ

এ দিনে চঞ্চল সাহাকে শ্রীশ্রী মা মনোরমা আশ্রম এর সেক্রেটারি করে নতুন পরিচালনা কমিটি গঠন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই কমিটি আগামী ৩ বছর বলবৎ থাকবে।