নেত্রকোণার ঈদুল আযহা উপলক্ষে স্থানীয় হতদরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ
ইসলামিক রিলিফ বাংলাদেশ এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমএসডিপি) এর আওতায় উপজেলার সদর ,চাকুয়া, নগর ও কৃষ্ণপুর ইউনিয়নে ৩০ টি গরু জবাই করে নয়শো পরিবারের মাঝে দুই কেজি করে গরুর গুস্ত বিতরণ করা হয়।
ঈদের দ্বিতীয় দিন সোমবার (১১ জুলাই) সোমবার ইসলামিক রিলিফ বাংলাদেশ এ আয়োজনে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের খালিয়াজুরী শাখার প্রকল্প ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম, সহকারী প্রকল্প অফিসার মোঃ খাজাদুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারা ।
খালিয়াজুরী সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আবু ইছহাক বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানাই। আর এই মানবিক কর্মসূচি প্রতিবছর অব্যাহত থাকবে বলে এই প্রত্যাশা করি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন