নেত্রকোণার খালিয়াজুরীতে প্রবাসীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
নেত্রকোণার খালিয়াজুরীতে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন খালিয়াজুরীর কৃতি সন্তান ও কলকাতা প্রবাসী দুলাল দত্ত রায় (তিংকু)।
তার নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে দ্রিতব আশ্রয় এনজিও এর ব্যানারে বানিয়াপাড়ায় তার নিজ বাড়িতে প্রায় পাঁচশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
বন্যার এই ক্রান্তিলগ্নে বানভাসীরা যখন সর্বহারা, তখন মাতৃভূমির মানুষের টানে প্রবাস থেকে ছুটে আসেন কলকাতা প্রবাসী দুলাল দত্ত রায় এর সহধর্মির্ণী রাখি দত্ত রায় ও তার ছেলে দ্রুব দত্ত রায়।
বিতরণকৃত প্রতিটি পরিবারের দেয়া প্রতিটি প্যাকেটে ত্রাণ সামগ্রি ছিল চাল, ডাল, তেলসহ প্রায় ১০০০ টাকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
ভবিষ্যতেও অসহায় ক্ষতিগ্রস্তদের মাঝে দেশের যেকোনো সংকটকালীন মূহুর্তে আর্ত মানবতার কল্যাণে প্রবাস থেকে দেশের মানুষের জন্য ছুটে আসবেন এবং এই ধরণের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন