নেত্রকোণার দুর্গাপুরে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/Rasta-Pic-13.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চায়নামোড়-দাহাপাড়া বীর মুক্তিযোদ্ধা রাস্তার সংযোগ ব্রিজ নির্মাণ ও উত্তর ফারুংপাড়া এলাকায় হেরিংবন্ড(ইটেররাস্তা)কাজের উদ্বোধন করেছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার দুপুরে এ কাজের শুভ উদ্বোধন করেন তিনি। এসময় ইউপি কদ্দুস মিয়া,অবসর প্রাপ্ত বিজিবি সদস্য ইদ্রিস মিয়া,সদর ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক জালাল মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম বলেন, এ গ্রামের ভুক্তভোগী মানুষেরা আমার কাছে রাস্তা নির্মাণের দাবি করেছিলো। আগে তারা মূল সড়ক থেকে বিচ্ছিন্ন ছিল।
তাই মূল সড়কের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। তাছাড়াও পর্যটন এলাকা হিসেবে এই রাস্তাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বহন করবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন