নেত্রকোণার মদনে ধান কর্তন উৎসবে জেলা প্রশাসক
“কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার মদনে ধান কর্তন উৎসব ও মাঠ দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের চাইরে হাওরে ধান কর্তন উৎসবে যোগদেন প্রধান অতিথি নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
পরে, মাঠ দিবস উপলক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে নেত্রকোণা খামার বাড়ি উপ-পরিচালক কৃষিবিদ নুরুজ্জামানের সভাপতিত্বে গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ সংলগ্নে কৃষকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা মঠে এসেছি কৃষকের পাশে থেকে উৎসাহ দিতে। ইতোমধ্যে ১৫% ধান কাটা হয়ে গেছে। আপনারা জেনে খুশি হবেন যে, আবহাওয়া বার্তা অনুযায়ী আগামী ১৫ দিন বৃষ্টি বাদলের সম্ভাবনা নেই। এ বছর বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে আনন্দের হাসি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া, সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মুফতি মোঃ আনোয়ার হোসাইন, ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খাঁন, প্রেসক্লাব প্রতিনিধি মোশাররফ হোসেন বাবুল ও অন্যান্য গণমাধ্যম কর্মী প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন