নেত্রকোণার মদনে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/IMG_20230813_170140-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণা মদনে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৩ আগষ্ট) বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পাবলিক হল রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা -৪ আসনের নবাগত সংসদ সদস্য মোঃ সাজ্জাদুল হাসান এমপি।
আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, এ সময় সভায় উপস্থিত ছিলেন, মদন পৌর সভার মেযর মোঃ সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার সাদাত সানোয়ার, সাবেক চেয়ারম্যান মোঃ ইফতেখায়রুল আজাদ, বীর মুক্তি যোদ্ধা আজিজুল হক কাছু, সাবেক ছাত্র লীগের সভাপতি বাবু বিমান কুমার বৈশ, কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাফায়ত উল্লাহ রয়েল, সাবেক যুব লীগ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বগি,যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন হতে সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন