নেত্রকোণার মদনে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে নারী সহ আহত- ৪
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/IMG_20230705_125023-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণা মদন উপজেলা তিয়শ্রী ইউনিয়নে বাস্তা গ্রামে বাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছে।
আহতরা হলেন, মৃত সৈয়দ আলী ছেলে ছোট্টন মিয়া(৫৫), ছোট্টনের স্ত্রী রওশন আরা (৩৫),মৃত ধনাই মিয়া ছেলে, খায়রুল (৩৫) এনায়েত(৩০) স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে বাড়ি সীমানা দিয়ে পানি যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন একই বাড়ীর মৃত ধনাই মিয়া ছেলে কবির (৪৫) এ সময় ছোট্টনের স্ত্রী রওশন আরার কথা কাটা কাটির একপর্যায়ে কবির ও (৩) ভাই মিলে রওশন আরাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে এলোপাতারি ভাবে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করলে তাঁর স্বামী ছোট্টন মিয়া বাঁচাতে আসলে তাকেও বেধড় মারপিট করে কবিরের লোকজন।
এতে ছোট্টন ও তাঁর সহধর্মিণী গুরুত্ব আহত হলে পরিবারের লোকজন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্ওি করেন।
অভিযোগকারী মোঃ ছোট্টন মিয়া জানান, কবির ও তাঁর দল-বল নিয়ে আমার বসত ঘরে অর্তকিত ভাবে হামলা চালায়,হামলা করে আমার স্ত্রী (৪ আনা) স্বর্নের, কানের দুল ও ঘরে থাকা নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায়। আমি হামলাকারীদের বিচার চাই। অভিযুক্ত কবির এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাওহীদুর রহমান জানান, অভিযোগ ফেয়েছি ঘটনা তদন্ত করে প্রয়োজনীয ব্যবস্থা গ্রহন করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন