নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ইউএনও ভূষিত হওয়া মদন প্রেসক্লাব’র পক্ষ থেকে সম্মাননা প্রদান
জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০২৪ এ নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ভূষিত হওয়ায় “মদন প্রেসক্লাব” এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার (৬ জুলাই) দুপুরে মদন প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম’র উপস্থিতিতে ও প্রেসক্লাব সভাপতি আল-মাহবোব আলম আল-আমিনের নেতৃত্ব এ সম্মাননা শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সম্মাননা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
গত ৩০ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে বিজ্ঞ ম্যাজিট্রেট ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ, মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া’র হাতে শুদ্ধাচারে জেলার শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন। এর আগে (২৬ মে-২০২৪) তিনি জন্ম ও মৃত্যু সনদ সেবায় জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে পুরস্কার পান।
এছাড়াও নরসিংদী সদরে সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন কালে শুদ্ধাচারে জেলার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছিলেন। ২০২৩ সালের ১৫ মে মদন উপজেলায় যোগদানের পর সৃজনশীলতা, পরিশ্রম ও কর্মদক্ষতা দিয়ে গুণীজনদের প্রশংসা কুড়িয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন