নেত্রকোণা-৪ আসনে ১লাখ ৮২হাজার ৩ শত ৯ ভোটে জয়ী সাজ্জাদুল হাসান
রোববার ( ৭ জানুয়ারি)বিকাল ৪টায় সমাপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮৮হাজার ৬৮ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন সাজ্জাদুল হাসান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রধান মন্ত্রী সাবেক ব্যাক্তিগত সচিব সাজ্জাদুল হাসান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির লাঙ্গল মার্কার প্রার্থী অ্যাডভোকেট মোঃ লিয়াকত আলী খান পেয়েছেন ৫৭৫৯ ভোট।
এ ছাড়া তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী, আল মামুন, ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মোঃ মুশফিকুর রহমান, সাজ্জাদুল হাসান এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এ আসনে সাংসদ রেবেকা মমিনের মৃত্যু পর গত ২ সেপ্টেম্বর ২০২৩ উপ- নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাজ্জাদুল হাসান এমপি নির্বাচিত হন।
নেত্রকোণা-৪ ( মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরি) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৬৬৪ জন,পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ৭১৩ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৪০ জন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১২ জন। এ আসনে ১৪৭ টি ভোট কেন্দ্র রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন