নেত্রকোনায় কৃষি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার! আটক-১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/murder-20221028110952.webp)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনা পৌর শহরের কৃষি খামার থেকে আমিরুল ইসলাম (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত রাতে কোনো এক সময় পৌর শহরের কৃষি খামারে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহত আমিরুল শহরের কুরপাড় এলাকায় মৃত তোতা মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় মামা উজ্জ্বল মিয়ার বাসায় থাকতেন এবং শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে খান হোটেলের কর্মচারী ছিলেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কৃষি খামারে যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই যুবকের বিরুদ্ধে মাদকসহ চুরির অন্তত সাতটি মামলা রয়েছে।
ওসি জানান, ধারণা করা হচ্ছে, চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাকে হত্যা করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় শহরের কুরপাড় এলাকার রইছ উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২৬) নামে একজনকে আটক করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন