নেত্রকোনায় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মদনে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার গঠনের দাবীতে মদনে মানববন্ধন কর্মসূচি পালন করে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকরা।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে ঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আক্কাস উদ্দিন, অধ্যক্ষ মঞ্জুুরুল হক খান,শামছুর রহমান স্বপন,শিক্ষক নেতা আলী আহমেদ, মোঃ শফিকুল ইসলাম চৌধুরী, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম খোকন প্রমূখ।
এ ছাড়া ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী, একাডেমিক সুপারভাইজার জোছনা বেগমসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষিকা ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট একটি স্মারক লিপি প্রেরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন