নেত্রকোনার কেন্দুয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/IMG-20221217-WA0003.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলের পরিচালনায় বক্তব্য রাখেন- প্রেসক্লাব সদস্য শেখ কামাল, রাখাল বিশ্বাস, সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঞা, সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সাংবাদিক রফিকুল ইসলাম কচি, মশিউর রহমান খান বাবু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহসভাপতি সুনীল পোদ্দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মতিউর রহমান, তথ্য সম্পাদক আব্দুল্লাহ, পাঠাগার সম্পাদক লুৎফর রহমান, সদস্য শাহজাহান মিঞা, সদস্য মজিবুর রহমান, সাংবাদিক সাইফুল আলম দুলাল, রোকন উদ্দিন ও লাভলী আক্তার।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন