নেত্রকোনার খালিয়াজুরীতে পপি’র স্বাস্থ্য ও পুষ্টির শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

নেত্রকোণার খালিয়াজুরীতে বেসরকারী উন্নয়ন সংস্থা পপি কর্তৃক স্বাস্থ্য, পুষ্টি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষক এক সংলাপ অনুষ্টিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বেসরকারী সংস্থা পপি ডবিøউএলসিআর প্রকল্পের উদ্যোগে প্রকল্পভুক্ত বিদ্যালয় জগন্নাথপুর ময়েজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্টুডেন্ট কাউন্সিল সদস্য ও সাধারন শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্য, পুষ্টি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রভাব ও করণীয় শীর্ষক সংলাপ আয়োজন করা হয়।

শীর্ষক সংলাপটি মশিউর রহমান এর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোখলেসুর রহমানের সভাপতিত্বে শিক্ষার্থীদের দুই দলের মধ্যে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় বৈশি^ক সমস্যা, জলবায়ু পরিবর্তন, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সমস্যা সমাধানের উপায় সম্পর্কে গুরুত্ব আরোপ করা হয়।

উক্ত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের দেলোয়ার হোসেন ও হুমায়ুন আহমেদ। পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর মো: গোলাম মোক্তাদির।